Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
৩৫০০ পিস্ ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
Details
অদ্য ১৬/০৪/২০২৫ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর এর সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ মহোদয়ের নেতৃত্বে দেওয়ানগঞ্জ থানাধীন সিলেটপাড়া গ্রামস্থ মোঃ সোনা মিয়া(৫৫) এবং মোছাঃ হাসিনা বেগম(৫০) এর যৌথ  দখলীয় বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতারকৃত আসামী মো: সোনামিয়া(৫০) এর দেহ তল্লাশি করে পরিহিত শার্টের সামনের পকেটে এবং বসতঘরে তল্লাশি করে সর্বমোট- ৩৫০০(তিন হাজার পাঁচশত) পিস্ এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট  উদ্ধার ও জব্দ করা হয়। এ ব্যাপারে পরিদর্শক জনাব মো: নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এটি ডিএনসি, জামালপুর কর্তৃক আটককৃত অন্যতম বড় ইয়াবার চালান। দীর্ঘদিন যাবৎ নজরদারীতে রেখে এই ইয়াবা সম্রাটকে গ্রেফতার করা হয়। ব্রহ্মপুত্র নদীর চর অঞ্চলের দূর্গমতাকে কাজে লাগিয়ে সে মাদক ব্যবসা করে আসছিল।
Images
Attachments
Publish Date
17/04/2025
Archieve Date
30/04/2057