মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে CAP পরবর্তী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে অদ্য ০৭/০৬/২০২৩খ্রি: তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর কর্তৃক জেলার জামালপুর সদর উপজেলাধীন সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুরে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
অধ্যাপক খেলনা রাণী দেব, উপাধ্যক্ষ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
জনাব শাকের আহম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর শিক্ষক সংসদ।
জনাব কাজী শাহ্-নেওয়াজ, অফিসার ইনচার্জ (ওসি), জামালপুর সদর থানা, জামালপুর।
জনাব তানভীর আহম্মেদ হীরা, সভাপতি, জাতীয় যক্ষা নিরোধ সমিতি, জামালপুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- জনাব মো: মোস্তাফিজুর রহমান, উপ-পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান
সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর।
অনুষ্ঠান শেষে সভাপতি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে উপস্থিত শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে মাদককে না বলাসহ লাল কার্ড প্রদর্শন করান।