Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জামালপুরে ৭১৯ এ্যাম্পুল বুপ্রেনরফাইনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার
Details

অদ্য ২২/০৩/২০২৫ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের এর সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ মহোদয়ের নেতৃত্বে  জামালপুর সদর থানাধীন সকাল বাজার বাজারীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: সেলু মন্ডল (৪৮)(পলাতক) এর বসতবাড়ী তল্লাশি করে তার ঘরের ভিতর ট্রাভেল ব্যাগে লুকানো অবস্থায় ৭১৯(সাতশত ঊনিশ) এ্যাম্পুল বুপ্রেনরফাইনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয় যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৩,৫৯,৫০০/-(তিনলক্ষ ঊনষাট হাজার পাঁচশত টাকা)। এ ব্যাপারে উপপরিদর্শক জনাব মো: শামসুল হক বাদী হয়ে জামালপুর থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান।

Image
Images
Attachments
Publish Date
22/03/2025
Archieve Date
31/03/2037