Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
জামালপুরে মাদকবিরোধী আলোচনা সভা আয়োজন
Details
২০/০৫/২০২৫খ্রি. তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুর কর্তৃক যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুরে আগত প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর এর কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জনাব মোঃ কামরুজ্জামান আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুর এর পরিদর্শক জনাব মোঃ নজরুল ইসলাম। তিনি উপস্থিত সবাইকে অবৈধ মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানান এবং মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান। এছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরহাদ হোসেন, হিসাবরক্ষক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম মোস্তফা, কোর্স কো-অর্ডিনেটর, যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর। আলোচনা সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকদ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর প্রভাবের বিবরণ সংবলিত লিফলেট, স্টিকার, ফোল্ডার, খাতা, কলম এবং স্কেল বিতরণ করা হয়। সভাপতি সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
Attachments
Publish Date
20/05/2025
Archieve Date
31/05/2057