শিরোনাম
৪৪বোতল ভারতীয় বিলাতিমদ ও এক কেজি গাঁজা উদ্ধার
বিস্তারিত
#ডিএনসি_জামালপুর
#মেলান্দহ_থানাধীন_পৌরসভার_হা
ইস্কুলরোড_এলাকায়
#মাদকবিরোধী_অভিযান
#২জন_মাদক_ব্যবসায়ী_গ্রেফতার
#৪৪বোতল_ভারতীয়_বিলাতিমদ ও #এক_কেজি_গাঁজা_উদ্ধার।
==============================
======
ক) ১৭/০১/২৪ খ্রিঃ তারিখ বিকাল ১৬.০০ ঘটিকা হতে ২০.০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক মহোদয়ের সার্বিক তত্ববাধায়নে এবং পরিদর্শক জনাব মোঃ তারেক মাহমুদ মহোদয়ের নেতৃতে গঠিত রেইডিং টীম মেলান্দহ ধানাধীন পৌরসভার হাইস্কুল রোড আসামী ফাহিম হাসান (২৩)এর নিজ দখলীয় Chillox রেস্টুরেন্টে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে McDowell's নামীয় ৪৪(চুয়াল্লিশ) বোতল ভারতীয় বিলাতী মদসহ এলাকার কুখ্যাত মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আসামী
১। ফাহিম হাসান লাদেন(২৪)গ্রেফতার
পিতা-আবদুল হালিম, মাতা-ফেরদৌসী
সাং - গোবিন্দপুর নাংলা
থানা মেলান্দহ, জেলা - জামালপুর।
খ) অপর একটি অভিযানে একই উপজেলাধীন কাজাই কাটা গ্রামাস্থ আসামী মোঃ নুর ইসলাম(৫৬) এর নিজ দখলীয় বসতঘর তল্লাশি করে ০১(এক) কেজি গাঁজাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামী
২। মোঃ নুর ইসলাম (৫৬)গ্রেফতার
পিতা-মৃত শাহাজাদা শেখ
মাতা-মৃত ডালিম,
সাং- কাজাই কাটা,মেলান্দহ, জামালপুর।
এ বিষয়ে পরিদর্শক জনাব তারেক মাহমুদ ও উপপরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।
#অভিযান_চলছে_চলবে