অদ্য ৩১/০৮/২০২৩খ্রি: তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর কর্তৃক জেলার হযরত শাহজামাল (র:) স্কুল এন্ড কলেজ, পাথালিয়া, জামালপুরে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিদর্শক জনাব তারেক মাহমুদ। সভাপতিত্ব করেন জনাব মো: আছাদুজ্জামান, অধ্যক্ষ, হযরত শাহজামাল (র:) স্কুল এন্ড কলেজ, পাথালিয়া, জামালপুর। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর প্রভাবের বিবরণ সম্বলিত খাতা বিতরণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস