অদ্য ১৩/০৮/২০২৫ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর ও যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর কর্তৃক আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহবুবুর রহমান, ডেপুটি কো-অর্ডিনেটর, যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নজরুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর । তিনি উপস্থিত সবাইকে অবৈধ মাদক সেবন থেকে বিরত থাকার শপথ বাক্য পাঠ করান।
এ ছাড়া আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম খান, সহকারী পরিচালক, জনাব মোঃ মকবুল হোসেন, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জামালপুর ।
আলোচনা সভায় উপস্থিত ছাত্র-ছাত্রীদের মাঝে মাদকদ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব সম্বলিত লিফলেট, স্টিকার, ফোল্ডার, কলম ও স্কেল বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভার সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস