০৩/০৭/২০২৪ খ্রি: তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুর এর সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মো: এনামুল হক এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম বকশীগঞ্জ থানাধীন মালীর চর নয়াপাড়া এবং গোয়ালগাঁও পূর্বপাড়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: গোলাপ মিয়া (৫২) ও ইয়াছিন আলী(২৯) কে যথাক্রমে ০১ কেজি এবং ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। তারপর পরিদর্শক জনাব মো: এনামুল হক এবং উপ-পরিদর্শক জনাব মো: মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উক্ত আসামীদ্বয়ের বিরূদ্ধে বকশীগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস