শিরোনাম
বকশীগঞ্জে ১০২পিস ইয়াবাসহ আসামী গ্রেফতার উদ্ধার।
বিস্তারিত
০৬/১১/২০২৩ খ্রি: তারিখ সকাল ৯.০০ হতে ৯.২০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলমের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব মো: তারেক মাহমুদ এর নেতৃতে গঠিত রেইডিং টীম কর্তৃক বকশিগঞ্জ থানাধীন বকশিগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সওদাগর পাড়াস্থ আসামী মোঃ সোনাহার (৩৪) এর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০২ (একশত দুই পিস) ইয়াবাসহ আসামীকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে পরিদর্শক জনাব মো: তারেক মাহমুদ বাদী হয়ে বকশিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।