অদ্য ১১/০৩/২০২৪খ্রি: তারিখ বকশীগঞ্জ থানাধীন বাট্টাজোড় নগর মামুদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের ক-সার্কেল পরিদর্শক জনাব তারেক মাহমুদ। আরও বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব আল-মামুনুর রশিদ সিদ্দিকী, সহকারী শিক্ষক জনাব আবুল কালাম আজাদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে মাদকের কুফলের বর্ণনা সম্বলিত খাতা এবং শিক্ষকমন্ডলীর হাতে মাদকবিরোধী স্লোগান সম্বলিত পিভিসি বোর্ড তুলে দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস