শিরোনাম
দেওয়ানগঞ্জে ৯৯০ এ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার: গ্রেফতার ০১
বিস্তারিত
০৯/০২/২০২৪ খ্রিঃ তারিখ ১৩.৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর এর সহকারী পরিচালক জনাব এ কেএম দিদারুল আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক, জামালপুর খ সার্কেল জনাব মোঃ এনামুল হক এর নেতৃত্বে গঠিত রেইডিং টিম কর্তৃক জামালপুর জেলার দেওযানগঞ্জ থানাধীন ফুটানী বাজার ঘাট (বাহাদুরাবাদ ঘাট) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ ৯৯০(নয়শত নব্বই) এ্যাম্পুল বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশনসহ ০১(এক)জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আসামী-
১। মোঃ স্বাধীন মিয়া (১৯),পিতা-গোলাপ হোসেন,
মাতা-মোছাঃ সাজেদা বেগম
সাং সাতকুড়ি,ওয়ার্ড নং-৮,ইউপি- ডাঙ্গাপাড়া,
থানা- হাকিমপুর,জেলা- দিনাজপুর।
এ বিষয়ে পরিদর্শক, জামালপুর ‘খ’ সার্কেল জনাব মোঃ এনামুল হক বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।