অদ্য ২০/০৪/২০২৪ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর এর সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল হালিম রাজ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম দেওয়ানগঞ্জ থানাধীন জোয়ানের চর খাঁ পাড়া গ্রামস্থ আসামী অনিল রবিদাস(৩২) ও কোকিল বাবু(২৬) কে ৩০ লিটার অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ এবং চোলাইমদ তৈরির উপকরণ জাওয়া (ওয়াশ) ১০০ লিটারসহ আটক করে। অতঃপর উপ-পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলা রেকর্ডের কার্যক্রম চলমান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস