Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জামালপুরে ১৪০০ এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন জব্দ ‍ও উদ্ধার।
বিস্তারিত

১৯/১১/২০২৪ খ্রি. তারিখ গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের সহকারী পরিচালক জনাব মো. আব্দুল হালিম রাজ মহোদয়ের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম জামালপুর সদর থানাধীন সকাল বাজার বাজারীপাড়া এলাকাস্থ ৩ নং আসামী রাইসুল ইসলাম মাহফুজ(২৮) এর বসত বাড়িতে সময়ঃ ১৭:০০-১৭:৪০ ঘটিকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১।মোঃ মমিনুর রহমান(৩৫) এবং তার সহযোগী ২।মোঃ রকি(৩০) ও পলাতক আসামী ৩।রাইসুল ইসলাম মাহফুজ এর বসতবাড়ি তল্লাশি করে এদের কাছে  থেকে ১৪০০ এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়। অত:পর উপপরিদর্শক জনাব মো: আনোয়ার হোসেন বাদী হয়ে তিনজন আসামীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
20/11/2024
আর্কাইভ তারিখ
30/11/2056