শিরোনাম
ইসলামপুর এবং বকশীগঞ্জে হেরোইন উদ্ধার: গ্রেফতার০১(এক)।
বিস্তারিত
০৫/০২/২০২৪ খ্রিঃ তারিখ সকাল ০৫.০০ ঘটিকায় হতে বিকাল ৬.০০ ঘটিকায় পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর কর্তৃক আয়োজিত সহকারী পরিচালক জনাব একেএম দিদারুল আলম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব তারেক মাহমুদ এর নেতৃতে গঠিত রেইডিং টীম ইসলামপুর থানাধীন আইড়মারী উত্তরপাড়া ও বকশিগঞ্জ থানাধীন চর কাউরিয়া সীমারপাড় গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যথাক্রমে ৩০+৪= ৩৪(চৌত্রিশ) গ্রাম হেরোইনসহ একজন কুক্ষাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও অন্য ১ জন পলাতক রয়েছে। আসামী
১। মোঃ রাজু মিয়া (৩৫) পলাতক
২। বুলবুলি বেগম
এ বিষয়ে পরিদর্শক জনাব তারেক মাহমুদ ও পরিদর্শক মোঃ এনামুল হক বাদী হয়ে যথাক্রমে ইসলামপুর ও বকশিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি নিয়মিত মামলা দায়ের করা হয়।