১৩/০৩/২০২৩ খ্রি: তারিখ গোপন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় জামালপুর এর সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে পরিদর্শক জনাব তারেক মাহমুদের নেতৃত্বে একটি রেইডিং টিম গঠনপূর্বক অভিযান পরিচালনাকালে ইসলামপুর উপজেলাধীন বেনুয়ারচর বেপারীপাড়া গ্রামস্থ কুখ্যাত মাদক ব্যবসায়ী যার বিরুদ্ধে এলাকার সচেতন নাগরিকগণ সম্প্রতি মানবন্ধন করেছেন সেই মো: মশো (৪২) এর নিজ দখলীয় বসতঘর তল্লাশী করে ৩০ (ত্রিশ) গ্রাম হেরোইনসহ আসামীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পরিদর্শক জনাব তারেক মাহমুদ বাদী হয়ে ইসলামপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস