Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইসলামপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিস্তারিত
#ডিএনসি_জামালপুর
#ইসলামপুর_থানাধীন_পিরিজপুর_গ্রাম
#এলাকায়_মাদকবিরোধী_অভিযান
#১জন_মাদক_ব্যবসায়ী_গ্রেফতার
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

০৯/০১/২০২৪খ্রিঃ তারিখ ১৪.০০ ঘটিকা হতে ১৪.৪৫ ঘটিকা পর্যন্ত  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর  কর্তৃক আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার  ও   বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সিরাজুল ইসলাম   মহোদয়ের  নেতৃত্বে গঠিত রেইডিং টীম জামালপুর জেলার ইসলামপুর থানাধীন পিরিজপুর গ্রাম এলাকায়  মাদকবিরোধী   অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১(এক) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামী-আবুল শেখ(৫০), পিতা-কছর উদ্দিন শেখ, সাং- পিরিজপুর, থানা - ইসলামপুর, জামালপুর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার   ও বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১টি  মামলা রুজু করে  আসামীকে  ১৫দিনের  বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আসামীদেরকে   জেল হাজতে প্রেরণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/01/2024
আর্কাইভ তারিখ
31/01/2056