Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অবৈধ চোলাইমদসহ ১(এক)জনকে হাতেনাতে গ্রেফতার।
বিস্তারিত
০৪/০২/২০২৪ খ্রিঃ তারিখ ১১.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর  কর্তৃক আয়োজিত সহকারী  কমিশনার ভুমি ও   বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব বরকত উল্লাহ  মহোদয়ের  নেতৃত্বে গঠিত রেইডিং টীম জামালপুর জেলার থানাধীন বজ্রাপুর সুইপার কলনী  এলাকায়  মাদকবিরোধী  অভিযান পরিচালনা করে অবৈধ চোলাইমদসহ ০১(এক) জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। 


আসামী
 ১। মোঃ আলমগীর (৩৪)) পিতা-মোঃ আশেক মন্ডল
সাং চরপাকেরদহ,মাদারগঞ্জ, জামালপুর। 


এ বিষয় সহকারী কমিশনার ভুমি  ও বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১টি  মামলা রুজু করে  আসামীদের প্রত্যেককে ৬(,ছয়) মাসের  বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা  অর্থদন্ড  অনাদায়ে আরো ২ দিনের বিনাস্রম করাদন্ড প্রদান করে আসামীদেরকে   জেল হাজতে প্রেরণ করেন। অভিযান শেষে বজ্রাপুর সুইপার কলোনিতে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে পরিদর্শক জনাব মোঃ এনামুল হক মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা মুলক আলোচনা পথসভা করেন। 
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/02/2024
আর্কাইভ তারিখ
29/02/2056