শিরোনাম
অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের জামালপুর অফিস পরিদর্শন, মাদকাসক্তি নিরাময় কেন্দ্র পরিদর্শন এবং জিলা স্কুল, জামালপুরে মাদকবিরোধী গণসচেতনতামূলক সভা।
বিস্তারিত
জনাব মোঃ জাফরুল্ল্যাহ কাজল, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ময়মনসিংহ মহোদয় অদ্য ৩০/০৯/২০২৪খ্রি. তারিখ জেলা কার্যালয়, জামালপুর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন জামালপুর কর্তৃক জেলা স্কুল, জামালপুরে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় মাদক গ্রহণের ফলে এর ক্ষতিকর প্রভাব বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরও মাদকবিরোধী বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন, জামালপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মো. আব্দুল হালিম রাজ, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর। অতঃপর তিনি জেলার ইচ্ছা মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন।